সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কেন পান্তা আমি খাই না সাক্ষাৎকার পড়ে জেনে নিন

--— কানা বগীর ছা

কেন পান্তা আমি খাই না সাক্ষাৎকার পড়ে জেনে নিন

কেমন আছেন?

খাজুরে আলাপ বাদ দিয়া কাজের কথা বলেন।

বিজি নাকি?

জি। সবাইকে নিজের মতো আকাইম্মা ভাবলে তো হবে না।

কী নিয়ে এত ব্যস্ততা?

ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি গত রাতে। ওটার নোটিফিকেশন চেক করছি।

খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে লিখেছেন মনে হয়—

হ্যাঁ। ওই যে একটা ছড়া আছে না? ওটা নিয়ে মার্কেটে ব্যাপক গ্যাঞ্জাম হয়ে গেছে।

কোন ছড়া?

প্রাইমারি স্কুলে পড়েন নাই? কানা বগীর ছা। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা... ওইটা।

ছড়াটা তো ভালো। গ্যাঞ্জাম লাগল কী নিয়ে?

ছড়ার একটা জায়গায় আছে— ও বগী তুই খাস কী? পানতা ভাত চাস কি? পানতা আমি খাই না...

হ্যাঁ পড়েছি তো। আপনি পুঁটি মাছ লাইক করেন।

হ্যাঁ তাতো করিই। কিন্তু গ্যাঞ্জামটা লেগেছে পান্তা ভাত খাওয়া. না খাওয়া নিয়ে। এক শ্রেণির ফেসবুক বলদ আছে তারা বলছে, আমি নাকি খ্যাত টাইপের লোক।

সে কথা কেন আসছে?

ওই যে, আমি পান্তা খাই না। পয়লা বৈশাখে পান্তা ভাত না খেলে নাকি প্রেস্টিজ থাকে না। আমি খ্যাত দেখেই নাকি পান্তা ভাত খাই না।

লোকজনের কথা বাদ দেন—

সে না হয় দিলাম। কিন্তু ফেসবুকে ছেড়ে দেওয়ার লোক আমি না। স্ট্যাটাস দিয়ে ধুয়ে দিয়েছে ওদের।

ভালোই করেছেন—

আপনি এখনো খাজুরে আলাপ করছেন। প্রশ্ন থাকলে দ্রুত করেন, কয়েকটা বাজে কমেন্ট এসেছে, সাইজ করতে হবে...

আমার প্রশ্নটা হচ্ছে, আপনি পান্তা খান না কেন?

আমার গেস্ট্রিকের প্রবলেম আছে, খুশি? যান ভাগেন।

    

♦ আইডিয়া : শামছুল হক রাসেল

♦ সাক্ষাৎকার নিয়েছেন— তানভীর আহমেদ

সর্বশেষ খবর