সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তবুও যারা মহিলা সিটে বসবেই

তবুও যারা  মহিলা সিটে বসবেই

আইন করা হচ্ছে, বাসের মহিলা সিটে বসলে জরিমানা তো বটেই জেল পর্যন্ত খাটতে হবে! এত নিষেধাজ্ঞার পরেও কারা পুনরায় মহিলা সিটগুলোতে বসবে জানাচ্ছেন— রবিউল ইসলাম সুমন

 

♦ যারা পুরুষ হয়েও মহিলা সিটে বসার জন্য নিজেকে যোগ্য মনে করেন তারা যত নিষেধাজ্ঞাই আসুক না কেন মহিলা সিটে বসবেই।

 

♦ পকেটে টাকা বেশি হয়ে গেছে তাই জরিমানা দিয়ে কমাতে হবে— এমন ভাবনার অধিকারী যারা আছেন তারা বসতেই পারেন মহিলা সিটে।

 

♦ ড্রাইভারের নিকটাত্মীয় বা কাছের লোক যারা আছেন তারা ড্রাইভারের সঙ্গে খাঁজুরে আলাপ করার জন্য হলেও মহিলা সিটগুলোতে বসতে পারেন।

 

♦ খোলা আকাশের নিচে থেকে আর ভাল্লাগছে না। এবার একটু জেলের হাওয়া খাওয়া দরকার এমন— ভাবনা যাদের মাথায় আছে তারা নিশ্চিন্তে বসতে পারেন বাসের ওই মহিলা সিটগুলোয়।

 

♦ শারীরিকভাবে না হলেও যারা মানসিকভাবে নিজেদের প্রতিবন্ধী ভাবেন তারা নিঃসংকোচে বসতেই পারেন সংরক্ষিত মহিলা সিটে।

সর্বশেষ খবর