সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঢাকার রাস্তা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কারণ...

ঢাকার রাস্তা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কারণ...

সামান্য বৃষ্টির পর ঢাকার ব্যয়বহুল রাস্তা হয়ে ওঠে জলপথ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের রাস্তা হিসেবে উঠে এসেছে ঢাকা শহরের রাস্তার নামও। তো কী কারণে ঢাকার রাস্তা সবচেয়ে ব্যয়বহুল সেটাই জানাচ্ছেন— রবিউল ইসলাম সুমন

 

♦ এখানে এক রাস্তা কয়বার যে খোঁড়া হয় তার হিসাব গুনেও শেষ করা যায় না!

♦ রাস্তাঘাটে লোকজনের চলাচলের পরিমাণের চেয়ে দখলদারদের দখলের আওতায় বেশি থাকে এজন্য।

♦ ঢাকার রাস্তায় মানুষের চেয়ে যানবাহনের সংখ্যা বেশি থাকে তাই।

♦ ঢাকার রাস্তাই একমাত্র রাস্তা যেখানে সুদিন কালে গাড়ি চলাচল করলেও বর্ষাকালে নৌকা চলাচল করতে পারে, তাই!

♦ ঢাকার রাস্তায় সাধারণ পাবলিকদের থামিয়ে দিয়ে ভিআইপিরা নিজেদের মর্জি মতো যাতায়াত করতে পারে এজন্য!

♦ গাড়িতে বসেই রাস্তা থেকে তরিতরকারি আর নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য কেনাকাটা করার সুযোগ পাওয়া যায় যেটা অন্যান্য দেশে নেই বললেই চলে তাই।

♦ যেখানে সেখানে গাড়ি পার্কিং সুবিধা পাওয়া যায়।

♦ ধুলাবালির পরিমাণ বেশি হওয়ায় একমাত্র ঢাকার রাস্তায় বসেই মরুভূমির ফিলিংস পাওয়া যায় তাই!

♦ যানবাহনে যাত্রীদের কাছ থেকে নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করা যায়।

♦ চাহিবামাত্রই রাস্তার পাশাপাশি ফুটপাথে কিংবা মানুষের গায়ে গাড়ি উঠিয়ে দেওয়া যায় তাই ঢাকার রাস্তা ব্যয়বহুল রাস্তার তালিকায় নাম লেখাতে পেরেছে!

সর্বশেষ খবর