সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প কী খেলে কেমন বোমা মারতেন!

ট্রাম্প কী খেলে কেমন বোমা মারতেন!

খবরটা পুরনো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতের খাবার শেষ করে ডেজার্ট খাচ্ছিলেন। তার সামনে চকলেটের কেক। এ সময় জেনারেল বললেন, স্যার, বোমা রেডি, মারব? ট্রাম্প খেতে খেতেই ৫৯টি ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়ে দিলেন!

এই খবর পড়ে অনেকেই বাড়তি টেনশনে পড়েছেন। সুস্বাদু খাবার খেয়ে, চকলেটের কেক সামনে রেখে যিনি বোমার মতো ভয়াবহ জিনিস মারার অনুমতি অবলীলায় দিতে পারেন তিনি কী খেলে কেমন বোমা মারতে পারবেন— সেটা নিয়েই টেনশন। সেই টেনশন থেকেই কাসাফাদ্দৌজা নোমান ও রাশান শাহরিয়ান নিপুণ জানিয়েছে, ভাই, ট্রাম্প মনে হয় বিরিয়ানি খায় নাই ওইদিন। নইলে খবরই আছিল। বিরিয়ানি যেই টেস্টি খাবার, দুনিয়াই বোমা মেরে উড়িয়ে দিতেন হয়ত!

আসুন অনুমান করি, ট্রাম্প কী খেলে কেমন বোমা মারতেন!

চকলেট কেক : ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র

গরম সিঙ্গাড়া, পিঁয়াজু, পুরি : ৫০০ মিসাইল

ঘিয়ে ভাজা নান, ২৩ পদের ডালের হালিম, গ্রিল চিকেন, লেবু-শসা-পিঁয়াজ সালাদ : ১ হাজার মিসাইল, পান্তা ভাত, মরিচ ভর্তা, পিঁয়াজ : ২ হাজার মিসাইল, ভাত, কাচকি মাছ ও ভুনা রুই মাছ : ৫ হাজার মিসাইল, অ্যাটম বোম দুইটা

গরম ভাত, ভুনা মুগ ডাল, ঝাল মাংস : ১০ হাজার মিসাইল, অ্যাটম বোম দশটা

ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, বরইয়ের আচার : মধ্যপ্রাচ্য উড়াইয়া দেন

পোলাও, মুরগির রোস্ট, টক দই, বোরহানি : এশিয়া উড়াইয়া দেন।

 

আইডিয়া : শামছুল হক রাসেল

লেখা : তানভীর আহমেদ

সর্বশেষ খবর