সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফেসবুকে ঢাকাকে এক নম্বরে দেখতে হলে যা করতে হবে

ফেসবুক ব্যবহারের দিক থেকে ঢাকা বিশ্বের দুই নম্বর অবস্থানে আছে। কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত এক নম্বর অবস্থানে যাওয়া। এর জন্য কী কী করা যায় সেটাই জানাচ্ছেন— রবিউল ইসলাম সুমন

ফেসবুকে ঢাকাকে এক নম্বরে দেখতে হলে যা করতে হবে

► আরও বেশি বেশি ফেইক আইডি খুলতে হবে সবাইকে তাহলে এক নম্বর পজিশনে যেতে কেউ ঠেকাতে পারবে না।

► দেশের জনগণকে আরও বেশি উৎসাহী করা যেতে পারে ফেসবুক চালানোর জন্য যাতে করে এক নম্বরে পৌঁছানো সহজ হয়।

► স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে সাধারণ বইয়ের পাশাপাশি ফেসবুক নামক একটি সাবজেক্ট অন্তর্ভুক্ত করে সবাইকে এ বিষয়ে পণ্ডিত করে তুলতে পারলে এক নম্বরে যাওয়া সম্ভব।

►  ‘দুটি আইডির কম নয়, আট/দশটি হলে ভালো হয়’ সমাজে এমন স্লোগান বাস্তবায়িত করতে পারলে আমরা এমনিতেই এক নম্বরে চলে যাব।

► যারা যত বেশি ফেসবুক চালাবে তাদের তত বেশি পুরস্কার কিংবা বিভিন্ন জিনিস কেনাকাটায় ডিসকাউন্ট সিস্টেম চালু করলে রাতারাতি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে আমরা এক নম্বর পজিশনে চলে আসতে পারব।

► কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, স্মার্টওয়াচ ইত্যাদির পাশাপাশি টিভি, ফ্রিজ, ফ্যান, টর্চলাইট এগুলো দিয়েও যদি ফেসবুক চালানোর সিস্টেম আবিষ্কার করা যায় তাহলে আমরা বিশ্বের এক নম্বর হবই হব।

সর্বশেষ খবর