সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

নাফিস বাসায় নেই

শাকীর এহসানুল্লাহ

নাফিস বাসায় নেই

সেদিন আমার এক বন্ধু বাসায় এলো। তার নাম নাফিস। মানুষের নানারকম আতঙ্ক থাকে। নাফিসের আতঙ্কের নাম ‘গার্লফ্রেন্ড’। রাতে ঘুমানোর আগে সে আমাকে সতর্ক করে বলল, ‘রাতে আমার গার্লফ্রেন্ড তোরে ফোন দিতে পারে। ফোন দিলে বুঝায়া বলবি আমি তোর বাসায় আসি নাই। ঠিক আছে?’ এত সহজ কথা না বোঝার লোক আমি না। বললাম, এসব নিয়া একদম টেনশন করিস না। আমি ম্যানেজ করুমনে।’ আমার ভরসা পেয়ে বন্ধু ঘুমিয়ে গেল। দুজনের মোবাইল রাখা হলো দুই বালিশের মধ্যবর্তী অঞ্চলে। ঘুম সবে চোখে বসেছে, এমন সময় ঠিক প্রেমিকার ফোন। ফোন রিসিভ করতেই নাফিসের প্রেমিকা বেশ কড়া গলায় জিজ্ঞেস করল, ‘ও কই?’ এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারব না, এত বোকা আমি না। বললাম, ‘নাফিস তো আজকে আমার বাসায় আসে নাই।’ ওমা! এটুকু শুনেই বন্ধুর প্রমিকা ঠাস করে মুখের ওপর ফোন কেটে দিল। সে যাকগে। পরদিন সকালে ঘুম ভাঙল নাফিসের চিৎকার চেচামেচিতে। ঘটনা কী? নাফিস বলল, ‘তুই আমার গার্লফ্রেন্ডরে কী কইছোস?’ বললাম, ‘তোর গার্লফ্রেন্ড ফোন দিছিলো, সুন্দর করে বলে দিসি যে তুই আমার বাসায় আসিসনি। দাঁড়া তোকে দেখাই।’ তারপর দুজনে মিলে আমার মোবাইল ১৫ মিনিট ঘাটলাম। কিন্তু রিসিভ কলের তালিকায় কোথাও ওর প্রেমিকার নাম্বার নেই! কি আশ্চর্য! তাহলে কি আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম সব? ফোন রিসিভের কথা আমার স্পষ্ট মনে আছে। এবার নাফিস আমার ঘাড় চেপে ধরে বলল, ‘তুই কার ফোন রিসিভ করছিস রাতে?’ আমি অবাক হয়ে বললাম, ‘কেনো রে?’ নাফিস এইবার রেগে গিয়ে আমার চুল টেনে ধরে বলল, ‘তুই আমার ফোনে ওর কল রিসিভ করে বলেছিস যে— আমি তোর বাসায় নাই!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর