সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

ছেলেরা যেভাবে প্রেমের প্রস্তাব করে

ছেলেরা যেভাবে প্রেমের প্রস্তাব করে

ডাইরেক্ট স্টাইল

শোন মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টুমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই।

আমি তোমাকে ভালোবাসি।

 

চালাক স্টাইল

তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইনটা কি?

 

রসিক স্টাইল

এক্সকিউজ মি! আমি তোমাকে প্রপোজ করতে চাই। সো, প্লিজ অনুমতি দাও।

 

হ্যাবলা স্টাইল

এই দুষ্টু মেয়ে, তুমি এ কি জাদু করলে? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়?। আবার তোমাকে না দেখলে অস্থিরতায় মরে যাই। তুমি কি জান, আমি তোমাকে অনে-এ-এ-এ-ক ভালোবাসি?

 

ভীতু স্টাইল

ইয়ে মানে! ইয়ে মানে!

আমি মানে!

আমি মানে তোমাকে...

(আর বলা হয় না)

গায়ক স্টাইল

গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন—

‘এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতে আমি এমনি ভালবাসি!’

 

অনুভূতিহীন স্টাইল

তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ  দেব না, বিষ খেয়েও মরব না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল। না হলে নাই।

ফেসবুক স্টাইল

এটা কি তোমার সত্যিকারের প্রোফাইল পিকচার? মানুষ এত সুন্দর হয় কী করে? মনে হয় সারাজীবন তোমার প্রোফাইল পিকচারে কমেন্ট করি— নাইস লাগছে। ভালোবাসা এটাকেই বলে, তাই না? আই লাবিউ।

 

— অর্পণ দাশগুপ্ত

(স্নাতক)- কৃষি অনুষদ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর