সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন কীভাবে গুণীর কদর করতে হয়

তানভীর আহমেদ

জেনে নিন কীভাবে গুণীর কদর করতে হয়

কিছুদিন আগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর আঁকা একটি মুখচ্ছবি নিয়ে মামলা খেয়ে, আদালত পর্যন্ত দৌড়ালেন এক সরকারি কর্মকর্তা। হাতকড়া পরিয়ে তাকে হাঁটানো হয়। চারদিক তোলপাড় হলো। পরে অবশ্য তিনি রেহাই পান। তখন অনেকেই আফসোস করে বলেন, সবাই গুণীর কদর করতে পারে না। গুণীর কদর কীভাবে করতে হয় তার ঝকঝকে, তকতকে উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্রবাসী। যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁকা একটি স্কেচ সেখানে বিক্রি হলো ২৩ লাখ ৫৩ হাজার ২৫৩ টাকায়।  ২০০৫ সালে আঁকা স্কেচটিতে ডোনাল্ড ট্রাম্প মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন তার প্রিয় শহর নিউইয়র্ককে। সেই স্কেচে তার ট্রাম্প টাওয়ারকে দেখা যাচ্ছে, নীল

আকাশে, সাদা মেঘ ফুঁড়ে দাঁড়িয়ে আছে। সারি সারি আকাশছোঁয়া দালানের সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটি বড় রাস্তা। ছবিতে তিনি ফুটিয়ে তুলেছেন যানজটমুক্ত, চিকুনগুনিয়ামুক্ত, জলাবদ্ধতাহীন একটি আদর্শ নিউইয়র্ক সিটি।

স্কেচ অঙ্কনের জগতে এটি নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে। যেখানে লাখ লাখ টাকায় এই স্কেচ বিক্রি হলো সেখানে আমাদের দেশে হলে হয়তো নিউইয়র্ক বিকৃতির অভিযোগে মামলা খেয়ে আদালতে দৌড়াতে হতো— আফসোস!

 

যাই হোক, আসুন আমরা সবাই এ থেকে শিক্ষা নেই। গুণ ও গুণীর কদর করতে শিখি।

সর্বশেষ খবর