সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চাল নিয়ে কবিতা ও গান

কাসাফাদ্দৌজা নোমান

চাল নিয়ে কবিতা ও গান

১.

চাল চাল চাল

ঊর্ধ্ব গগনে দামে মাতাল

নিম্নে উতলা জনতার গাল

করুণ পাতের ভাতহীন ডাল

চাল চাল চাল।

উর্বর জমিতে হানিয়া আঘাত

আমরা আনিবো রাঙা প্রভাত

আমরা খাইবো পেট ভরে ভাত

চুলায় ফুটিবে চাল

চাল চাল চাল।

 

২.

চাল, যদি যাবি দূরে স্বার্থপর

আমাকে কেন ডিনারের কথা বললি

হবি যদি দাম বাড়িয়ে লাগামের বাইরে

আমাকে কেন ডাল ভাতের স্বপ্ন দেখালি!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর