সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বনাম শেষ বর্ষ

রাফিউজ্জামান সিফাত

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বনাম শেষ বর্ষ

♦ উপস্থিতি

প্রথম বর্ষ : ক্লাসরুটিন কণ্ঠস্থ থাকে। কোনো ক্লাস মিস যায় না। এটেন্ডেন্স একশ পারসেন্ট। 

শেষ বর্ষ : বছর শেষ হয়ে যায় অথচ ‘ক্লাস

রুটিন’ই সংগ্রহ করা হয় না। সকালের ক্লাস অবধারিতভাবে মিস হয়ে যায়। এটেন্ডেন্সের জন্য প্রফেসরের রুমের সামনে প্রায়শই ধরনা দিতে দেখা যায়।

 

♦ প্রেমে ক্রাশ

প্রথম বর্ষ :  প্রথম বর্ষে প্রেমের ক্রাশ থাকে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আপুরা।

শেষ বর্ষ : শেষ বর্ষে নজর কাড়ে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে।

 

♦ লাইব্রেরি

প্রথম বর্ষ : প্রথম বর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরির বইপত্রের মাঝে মুখ গুঁজে পড়ে থাকতে দেখা যায়।

শেষ বর্ষ : বিশ্ববিদ্যালয়ে একটি লাইব্রেরি আছে, সেটিই বিস্মিত করে! কেউ লাইব্রেরি কোনদিকে জিজ্ঞাসা করলে তাই ক্ষণিকের জন্য দ্বিধান্বিত হতে হয়।  

 

♦ ড্রেস ও ব্যাগ

প্রথম বর্ষ : শার্টের বোতাম থাকে সব লাগানো। মাথার চুল পরিপাটি, ব্যাগভর্তি বই-খাতা।

শেষ বর্ষ : শার্টের কলার থাকে উঁচু, চুল উস্কখুস্ক। পিঠে ব্যাগ থাকে কিন্তু সেখানে কোনো কলম কিংবা বই-খাতা খুঁজে পাওয়া যায় না।

 

♦ শিক্ষকের নজরে  

প্রথম বর্ষ : শিক্ষার্থীরা শিক্ষকের নজরে আসার আপ্রাণ চেষ্টা চালায়। পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসে আগ্রহ।

শেষ বর্ষ : পড়াশোনা ও রেজাল্টের অবস্থা সুবিধার নয়। তাই শিক্ষকদের এক রাস্তায় দেখলে তারা পালিয়ে চলে যায় অন্য রাস্তায়।

 

♦ ক্যান্টিন

প্রথম বর্ষ : ক্যান্টিনের বিল সবাই সমান ভাগে ভাগ করে দেয়।

শেষ বর্ষ : খাওয়া শেষে বিল দিতে হয় সে কথাই কারও মনে থাকে না। বিলের কাগজ এর হাত থেকে ওর হাতে ঘুরে বেড়ায়।

 

♦ আড্ডা

প্রথম বর্ষ : বন্ধুদের সঙ্গে চলে আড্ডা, ট্যুর প্ল্যানিং।

শেষ বর্ষ : বন্ধুদের সঙ্গে চলে আড্ডা, ট্যুর প্ল্যানিং। কিছু জিনিসের কখনই পরিবর্তন হয় না।

সর্বশেষ খবর