সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফেসবুকে অচিরেই যেসব রিকোয়েস্ট চালু করা উচিত

ফেসবুকে অচিরেই যেসব রিকোয়েস্ট চালু করা উচিত

ফাদার রিকোয়েস্ট

ছেলেমেয়েদের স্বাধীনতার জন্যই এই ফাদার রিকোয়েস্ট অপশনটা চালু করা উচিত। তাহলে ছেলেমেয়েরা বন্ধুদের ক্ষেত্রে অনলি ফ্রেন্ডস আর বাবার ক্ষেত্রে অনলি ফাদার সিলেক্ট করে স্বাধীনতা উজাড় করে ফেসবুকের রাজত্বে বিচরণ করতে পারবে। এই অপশনটা চালু করা হলে ছেলেমেয়েদের ধরার জন্য বাবা যতই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক না কেন তা একসেপ্ট না করে বাবাকেই ফাদার রিকোয়েস্ট পাঠিয়ে আয়ত্তে রাখা সম্ভব হবে।

 

মাদার রিকোয়েস্ট

ছেলেদের জন্য এই অপশনটা খুব একটা কাজে আসবে না কারণ মায়ের সঙ্গে ছেলেদের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বের। কিন্তু কোনো কোনো মেয়ের ক্ষেত্রে এই অপশনটির ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। ‘অনলি মাদার’ করে দিয়ে প্রেম নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে।

 

আঙ্কেল রিকোয়েস্ট

আজকালকার কিশোর-কিশোরীরা বাবা-দাদার বয়সীদের কাছে যে হারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করেছে তাতে করে মানসম্মান নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকাটাই বিরাট চ্যালেঞ্জ। তাই অচিরেই আঙ্কেল রিকোয়েস্ট অপশনটা চালু করা উচিত। নতুবা এই কিশোর-কিশোরীদের হাত থেকে বাঁচতে ফেসবুককে বয়কট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 

 

♦ সোহেল রানা, ঘোষপাড়া, মেহেরপুর।

সর্বশেষ খবর