সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মশা নিয়ে গবেষণা

মশা নিয়ে গবেষণা

♦ মশা রপ্তানির কোনো সুযোগ আছে কিনা খতিয়ে দেখা দরকার।

♦ মশাকে কাজে লাগিয়ে কিছু উৎপাদন করা যায় কিনা গবেষণা করা উচিত।

♦ মশার ডিম দিয়ে কোনো প্রকারের সার কিংবা ওষুধ আবিষ্কারের চেষ্টা করা।

♦ মশা আর মশার বাসস্থানের ওপর বিভিন্ন কেস স্টাডির ব্যবস্থা করা।

♦ মশা থেকে রক্ত পরিশোধনের কোনো উপায় বের করা।

♦ মশাকে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা।

♦ মশারি খাঁচা বিশিষ্ট শুধু মশার চিড়িয়াখানা তৈরি করা।

♦ মশার সংগীতের ওপর পিএইচডি ডিগ্রির ব্যবস্থা করা!

♦ মশার ওপর ভিন্ন বিষয় হিসেবে মশা শাস্ত্রের উদ্ভব করা!

 

⇔ কাজী সুলতানুল আরেফিন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর