সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লোকাল বাসের যাত্রীরা

লোকাল বাসের যাত্রীরা

এ টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীদের কানে বোধকরি বিশাল রকমের সমস্যা আছে। কারণ এরা শতবার তাগাদা দেওয়া সত্ত্বেও কনডাক্টরের কাছ থেকে ভাড়া পরিশোধে একটু বেশিই অপারগ হয়ে থাকে আরকি!

 

বি টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীদের হাতে সাতচল্লিশ রকমের ব্যাগ দেখা যায় এবং এদের দেখে মনে হয় তারা যেন লোকাল বাসে তারা মালামাল ক্যারি করতে ওঠেনি, উঠেছে তাদের জিনিসপত্রের সঙ্গে পাঞ্জা-কুস্তি লড়তে।

সি টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীদের নিছক যাত্রী বললে ভুল হবে। কারণ এরা মূলত বাসে উঠে বাসে চড়তে নয়, বাসের মধ্যে ক্যানভাসিং করতে, মুখ্যত এদের হাতে থাকে চিপস, পপকর্ণ, তেঁতুল, আচার ইত্যাদি।

ডি টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীদের ভাগ্যই দুর্ভাগ্যতে পর্যবসিত হবে বইকি! কারণ এদের ভাগ্যে কখনো বাসের খালি সিট জোটে না, দাঁড়িয়ে যাওয়াই বুঝি এদের একমাত্র নিয়তি।

ই টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীদের পাবলিক লোকাল বাসে সহযাত্রীর কাঁধে মাথা রেখে ঘুমাতে দেখা যায়।

 

এফ টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীদের তাদের স্বভাবজাত প্রবৃত্তি হলো বাসের মধ্যে সবার সঙ্গে সমকালীন বিষয়, রাজনীতি ইত্যাদি নিয়ে বাতচিত করা এবং নিজেকে একজন ডাহা বুদ্ধিজীবী হিসেবে প্রমাণ করা!

ক জি টাইপ যাত্রী : এই টাইপের যাত্রীরা আসলে ছিনতাইকারী।

 

অর্পণ দাশগুপ্ত

শ্যামলী, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর