সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

ফেসবুকে যা দেখে বুঝবেন কার কী রিলেশনশিপ স্ট্যাটাস

ফেসবুকে যা দেখে বুঝবেন কার কী রিলেশনশিপ স্ট্যাটাস

জানার ইচ্ছা হতেই পারে ছেলেটি বা মেয়েটি সিঙ্গেল কিনা। কিংবা রিলেশনে থাকলে স্ট্যাটাস এখন কী। যারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন না ‘আপনার জিএফ/বিএফ আছে?’ তাদের জন্য আজকের টিউটোরিয়াল। ফেসবুক একটিভিটি দেখেই বুঝে ফেলতে পারবেন মানুষটার কী অবস্থা। জানাচ্ছেন— আলিম আল রাজি

 

একটিভিটি

মানুষটা ইদানীং ছবি বেশি দিচ্ছেন?

স্ট্যাটাসে গানের লাইন বেশি?

স্ট্যাটাসে রোমান্টিক কবিতা?

রাত ৯টা থেকে ১২টার মধ্যে স্ট্যাটাস বেশি দেন?

স্ট্যাটাসে ‘তুমি’ শব্দটার প্রাধান্য বেশি?

সিদ্ধান্ত : ইনি প্রেমে পড়েছেন। প্রেম এখনো হয়নি। তবে হয়ে যাবে।

 

একটিভিটি

স্ট্যাটাস বেশি দেন রাত ১২ টা থেকে ২টার মধ্যে?

স্ট্যাটাসে বিরহের গান?

জীবনবোধওয়ালা স্ট্যাটাস?

স্ট্যাটাসে ‘স্মৃতি’ ‘বিরহ’ ‘একা’ ‘আমি’ ‘মন’ এই শব্দগুলোর প্রাধ্যন্য বেশি?

প্রোফাইল ছবির কোনো পরিবর্তন নেই?

সিদ্ধান্ত : ইনি ছ্যাঁকা খেয়েছেন।

 

একটিভিটি

ভোর ৪টার দিকে একটিভিটি বেশি?

মোটিভেশনাল স্ট্যাটাসের আধিক্য?

স্ট্যাটাসে ‘অনিশ্চয়তা’ ‘অপেক্ষা’ ‘আশা’ ইত্যাদি শব্দের আধিক্য।

সিদ্ধান্ত : ইনি কাউকে পছন্দ করেন। কিন্তু বিপরীত দিক থেকে কোনো সাড়া পাচ্ছেন না। তাই উনার মন খারাপ।

 

একটিভিটি

উনার একটিভিটি হঠাৎ কমে গেছে?

দিনে ২/১ বার অনলাইনে দেখা যায়।

হঠাৎ করে প্রেমিক/প্রেমিকার সঙ্গে ছবি দেওয়া বন্ধ হয়ে গেছে?

টাইমলাইনে আগে ছিল আনন্দ এখন বেদনার আনাগোনা?

সিদ্ধান্ত : ইনি এখনো ছ্যাঁকা খাননি। তবে খাওয়ার পথে আছেন।

 

একটিভিটি

 প্রোফাইলে বন্ধু বান্ধবের সঙ্গে ছবি বেশি?

সম লিঙ্গের সঙ্গে চ্যাক ইন?

দিনে ৪/৫ বার ছবি বদল?

 প্রোফাইলে প্রেম শব্দটাই নাই?

সিদ্ধান্ত : ইনি ফরএভার সিঙ্গেল। ইনারে নক করা যেতেই পারে।

সর্বশেষ খবর