সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

খাবার কেন বিশ্বকাপে ?

খাবার কেন বিশ্বকাপে ?

পর্তুগালের পেপে

রুই

রুই প্যাট্রিসিওকে আবার কেউ মাঠে রুই মাছ ভেবে ফ্রাই করে খেয়ে না ফেলে!

 

পেপে

খেতে সুস্বাদু তবে খাওয়া যাবে না। কারণ তিনি খেলছেন পর্তুগাল দলে।

 

কোকে

স্পেনের সঙ্গে যাদের খেলা থাকবে রিফ্রেশমেন্টের জন্য থাকবে কোক।

 

মিরান্ডা

যদি কারও অরেঞ্জ কোল্ড ড্রিংকস খেতে ইচ্ছা হয়  ব্রাজিলের সঙ্গে খেললেই হবে।

 

পোলো

পোলো চকলেট মুখে ফ্রেশনেশ আনবে না। তিনি এখন মাঠে।

 

কলারোভ

কলাও এখন খেলবে! এ কেমন বিচার!

 

লেখা : মাহবুব নাহিদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর