সোমবার, ২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

খেলা না দেখেও বিশেষজ্ঞ মতামতের রেডিমেড ফর্মুলা

রাফিউজ্জামান সিফাত

খেলা না দেখেও বিশেষজ্ঞ মতামতের রেডিমেড ফর্মুলা

ম্যাচ শেষে কেবল ফলাফলটা জেনে নিয়ে বিন্দু পরিমাণ খেলা না দেখেও বিশেষজ্ঞ মতামতের রেডিমেড ফর্মুলা এটি—

 

বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক একটি খেলা দেখার সৌভাগ্য হলো। শুরু থেকেই দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ আজকের খেলাটিকে জমিয়ে তোলে।... ( জয়ী দলের নাম বসিয়ে নিন) দলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। একজনের ওপর নির্ভর না করে আজ তারা দল হিসেবে মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে। অবশ্য ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজকের দিনটি তাদের। কোচের ট্যাকটিসের চমৎকার বাস্তবায়ন ঘটানো হয়েছে মাঠে। প্রথমার্ধে দলে যে এনার্জি ছিল, দ্বিতীয়ার্ধেও তার কোনো কমতি লক্ষ্য করা যায়নি। প্রতিটি খেলোয়াড় পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে। চোখ ধাঁধানো ড্রিবলিং, মাপা মাপা লং পাস, শর্ট পাস কি ছিল না আজকের খেলায়! মধ্যমাঠ থেকে বল কাটিয়ে নিয়ে একের পর এক পাসে প্রতিপক্ষ দলের ডি-বক্সে ক্ষিপ্রগতিতে বল এগিয়ে নিয়ে যাওয়াটা ছিল দুর্দান্ত। যদিও লেফট/ রাইট উইনিং বরাবর আক্রমণ মাঝে মধ্যে কিছুটা খাপছাড়া মনে লেগেছে। দৌড়ানো অবস্থায় বল রিসিভ করতে তাদের আরও মুন্সিয়ানা প্রদর্শন করা উচিত ছিল। এ ক্ষেত্রে রিজার্ভ বেঞ্চ থেকে আরও আগেই পরিবর্তন নিয়ে আসা যেত। পরবর্তী ম্যাচের আগেই কোচ এই দিকটার দিকে বিশেষ নজর দিবে বলে ধারণা করছি। তবে বিপক্ষ দলের ডিফেন্ডারদেরও অবশ্যই সাধুবাদ জানাতে হবে।... (পরাজিত দলের নাম বসিয়ে নিন) দলের বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ তারা দক্ষতার সঙ্গে প্রতিহত করে দিয়েছে। তবে তাদের গোলকিপারের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মনে করি। তাছাড়া বিপক্ষ দলের বেশ কয়েকটি পাল্টা আক্রমণ ভালো থাকলেও ফিনিশিং তাদের বেশ ভুগিয়েছে। হয়তো ভাগ্যও আজ তাদের সহায়তায় ছিল না। 

আজকের ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল। বিশেষত ফ্রি কিক দেওয়ার বিষয়ে তাকে মনে হয়েছে পক্ষপাতিত্বমূলক আচরণ করতে। খেলার মাঝে দুদলের খেলোয়াড়দের মাঝে মৃদু উত্তেজনা বিরাজ করলেও ম্যাচ শেষে একটি কথাই মনে হয়েছে— আজ ফুটবলেরই জয় হয়েছে।

সর্বশেষ খবর