Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জুলাই, ২০১৮ ২৩:৪৬
এমবাপ্পে যদি বাংলাদেশি হতেন
এমবাপ্পে যদি বাংলাদেশি হতেন

— হয়তো এখন ভার্সিটি ভর্তি কোচিং সেন্টারে বড় গাইড ব্যাগে নিয়ে কোচিংয়ে দৌড়াতেন।

— ফেসবুকে সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজে রিকোয়েস্ট দিয়ে বেড়াতেন। আর কমেন্ট করতেন, ‘নাইস লাগছে’।

— রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে তার পেছনে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে লেগে যেতেন।

— হয়তো গার্লফ্রেন্ডের কাছ থেকে ছ্যাঁকা খেয়ে পড়ালেখা ছেড়ে বাউণ্ডুলে হয়ে ঘুরে বেড়াতেন।

— সেলফি কিং, ফেসবুক কিং, ডিএসএলআর কিং হওয়ার জন্য উঠে পড়ে লাগতেন।

— ক্লাস অব ক্লান, ফিফা, ব্লু হোয়েল গেম নিয়ে সারা দিন পড়ে থাকতেন।

— ভার্সিটিতে চান্স পেয়ে একগাদা এফ আই খেয়ে বসে থাকতেন।

 

লেখা : মাহবুব নাহিদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এই পাতার আরো খবর
up-arrow