সোমবার, ২৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রশিক্ষণ একেই বলে!

আমাদের মহল্লার মফিজ। যে কোনো আনন্দময় কাজে সবার আগে সেই সাড়া দেয়। সে যদি কোনো কাজে বা অনুষ্ঠানে অনুপস্থিত থাকে, তবে আয়োজন পুরোটাই মাটি হয়ে যায়। সেটা এতদিনে হাড়ে হাড়ে সবাই টের পেয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যথেষ্ট আউট নলেজ বেড়েছে।

ইতিমধ্যে মহল্লার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে দহরম-মহরম সম্পর্ক গড়ে উঠেছে। সামনে সিটি নির্বাচন। সে উপলক্ষে এক দিন স্থানীয় কমিশনার প্রার্থী মফিজকে নির্বাচনী প্রচারণার দায়িত্ব দিলেন। সঙ্গে কিছু টাকাও দিলেন। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। কমিশনার প্রার্থী হঠাৎ এক দিন তার বন্ধুদের আমন্ত্রণে পদ্মা নদীর ‘টি বাঁধে’ বেড়াতে গেলেন। মফিজকে দেখে নিমিষেই আঁতকে ওঠেন। মফিজ এখানে কেন? তার কথা ছিল প্রতিদিন বিকালে নির্বাচনের প্রচার-প্রচারণা করবে। কমিশনার প্রার্থীকে দেখেই মফিজ বলল, আগে আমার কথা কান পেতে শুনুন। আমি এই মফিজ ওজন ছাড়া একটা কথাও বলি না। নির্বাচনের সময় আপনি প্রচার করেছেন সারা এলাকায়। এটা যেমন এক রকম পদ্ধতি। তেমনি আমিও নির্বাচনের সময় প্রচার করেছি অন্য জায়গায়। এটা আরেক রকম পদ্ধতি। যথেষ্ট প্রচার হয়েছে। এটাই স্বাভাবিক নির্বাচনের প্রচার-প্রচারণা। অবশেষে কমিশনার প্রার্থী যুক্তিতে তার কাছে হেরে গেলেন। বললেন, আমি তোমাকে প্রশিক্ষণ দিতে পারলাম না। তুমিই আমাকে দারুণ প্রশিক্ষণ দিয়ে গেলে। আমার টাকা উধাও হোক, তাতে কোনো আপত্তি নেই। টাকা লাগলে আরও নিও, তবু আমাকে প্রশিক্ষণ দিও।

 

লেখা : শফিকুল ইসলাম শফিক

কনইল, ভীমপুর, নওগাঁ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর