সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অসাধারণ জ্ঞান

তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম, ‘বলেন তো ভাবী ‘দেবদাস’ উপন্যাসের রচয়িতা কে? ভাবী ধুম করে বলে দিলেন, সঞ্জয় লীলা বানসালি

ইকবাল খন্দকার

অসাধারণ জ্ঞান

আইডিয়া : তানভীর আহমেদ

আমার এক ছোটভাইকে বছর পাঁচেক আগে একটু জ্ঞান দিতে গিয়েছিলাম। বলেছিলাম, সাধারণ জ্ঞানটা বাড়াবি। দেখবি কোনো জায়গায় আর ঠেকতে হবে না। ছোটভাই বলে উঠল, ‘সাধারণ’ বিষয়আশয় নিয়ে আমি কখনোই ভাবি না। এই যে আজকাল বিভিন্ন জনের ভাণ্ডারে সাধারণ জ্ঞানের খরা চলছে, এটা বোধহয় ছোটভাইয়ের সেই উদ্ভট যুক্তির প্রভাবেই হয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার এক প্রতিবেশী বললেন, আর বলবেন না ভাই। আমার ছেলের সাধারণ জ্ঞান বলতে কিছু নেই। কোনো বিষয়ে প্রশ্ন করলে কীসব উত্তর যে দেয়, বলে বোঝানো যাবে না। হাসব না কাঁদব, সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না। যেমন গতকাল জিজ্ঞেস করলাম, বল তো বুড়িগঙ্গা কোন নদীর তীরে অবস্থিত? ছেলে চুপ করে রইল। বুঝলাম, সে জানে না। আমি রেগে বললাম, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, এই সামান্য জিনিসটাও জানিস না। এটা তো একটা পাগলও জানে। ছেলে বলল, এই যে বুড়িগঙ্গা বললেন, এখানেই আমার সন্দেহ। আগেও কবে যেন শুনেছিলাম ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। আমি ধরে নিয়েছিলাম এতদিনে বার্ধক্যজনিত কারণে বুড়ি মারা গেছে। তাই ইচ্ছা করেই ‘বুড়ি গঙ্গা’ বলিনি। আপনার কথা শুনে মনে হচ্ছে বুড়ি এখনো জীবিত। অথচ মানুষের গড় আয়ু যেখানে ৬০ বলে আমরা জানি। পাশের বাসার এক ভাবী কথায় কথায় ব্যঙ্গ করছিলেন এ যুগের ছেলেমেয়েদের সাধারণ জ্ঞান নিয়ে। তবে তার কথা শুনে মনে হচ্ছিল তার নিজের মধ্যে তেমন কোনো সাধারণ জ্ঞান নেই। তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম, ‘বলেন তো ভাবী ‘দেবদাস’ উপন্যাসের রচয়িতা কে? ভাবী ধুম করে বলে দিলেন, সঞ্জয় লীলা বানসালি। আমি বললাম, সঞ্জয় লীলা বানসালি ‘দেবদাস’ উপন্যাসের রচয়িতা হয় কী করে? রচয়িতা তো শরত্চন্দ্র। ভাবী এবার বেক্কলমার্কা একটা হাসি দিয়ে বললেন, ‘ও, আপনি লেখকের কথা জিজ্ঞেস করেছেন? তাহলে ‘লেখক কে’ এটা বললেই তো পারতেন। আপনি বলছেন ‘রচয়িতা কে’। এত কঠিন শব্দ বললে বোঝা যায়? আমার এক বড়ভাই বললেন,  তুই তো জানিস চাকরির ভাইবা বোর্ডে বসার সৌভাগ্য আমার হয়। তো কদিন আগে এক চাকরি প্রার্থীকে বললাম, নোবেল পুরস্কারের নাম তো নিশ্চয়ই শুনেছেন। তো এই পুরস্কারটা যার নামে চালু হয়েছে, সেই নোবেল সম্পর্কে কিছু বলুন। প্রার্থী কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বলল, নোবেল একজন মডেল। তিনি বিজ্ঞাপনে অভিনয় করে থাকেন। তিনি বেশি বিজ্ঞাপন করেছেন মৌ-এর সঙ্গে। নোবেল নাটকেও অভিনয় করে থাকেন। আমার এক ভাতিজাকে বললাম, কদিন পর তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবি। অতএব অবশ্যই সাধারণ জ্ঞান ভালো পারতে হবে। বল তো লালবাগের কেল্লার নাম লালবাগ কেন হয়েছে? ভাতিজা পারল না। আমি বললাম, ওখানে প্রচুর লাল গোলাপ ফুটত। গোলাপে গোলাপে লাল ছিল জায়গাটা, তাই লালবাগ। তারপর বললাম, বল তো লালবাগ কেল্লা কার আমলে হয়েছে? ভাতিজা বলল, যেহেতু গোলাপের ব্যাপারটা আছে, আমার ধারণা গোলাপ শাহের আমলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর