সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফার্স্টবেঞ্চার বনাম ব্যাকবেঞ্চার

রাফিউজ্জামান সিফাত

ফার্স্টবেঞ্চার বনাম ব্যাকবেঞ্চার

শিক্ষকদের সুনজরে

ফার্স্টবেঞ্চার : যারা প্রথম বেঞ্চে বসে তারা শিক্ষক-শিক্ষিকাদের সুনজরে থাকে। শিক্ষকরা তাদের সঙ্গে হেসে কথা বলেন। তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ক্লাসে কম কথা বলে। শিক্ষক পড়া জিজ্ঞেস করলে সবার আগে হাত তুলে তারা উত্তর দেয়। শিক্ষকদের আরও বেশি নজরে আসার জন্য মাঝে মধ্যে তাদের নানা ধরনের তেলবাজিতেও নিয়োজিত থাকতে দেখা যায়।

 

ব্যাকবেঞ্চার : দোষ থাকুক আর নাই থাকুক, যে কোনো অপকর্মের জন্য প্রথমেই ব্যাকবেঞ্চারদের সন্দেহ করা হয়। তারা শিক্ষকদের সুনজরে আসার কোনো চেষ্টাই করে না, উল্টো শিক্ষকদের চোখে যেন চোখ পড়ে না যায়, তার জন্য বেঞ্চে মাথা রেখে নিচু হয়ে থাকে। শিক্ষক অপেক্ষা পিয়ন মামাদের সঙ্গে ব্যাকবেঞ্চারদের ভালো খাতির থাকে। ক্লাসে পড়া ধরা শুরু করলে তারা কলম খোঁজার নাম করে বেঞ্চের নিচেও চলে যায়, ক্লাস শেষ হলে উঠে আসে।

 

ক্লাস ফাঁকি

ফার্স্টবেঞ্চার : প্রথম বেঞ্চাররা ক্লাস ফাঁকি দেয় না। তারা নিয়মিত ক্লাসে আসে। ক্লাসে তাদের উপস্থিতি ১০০ পারসেন্ট।

 

ব্যাকবেঞ্চার : পিছনে বসার অন্যতম কারণই থাকে পিছনের দরজা দিয়ে ক্লাস পালানো। ক্লাসের চেয়ে তাদের বাইরের জগতে মনোযোগ বেশি। এক ঘণ্টার ক্লাসে তাদের তিন থেকে চারবার টয়লেটে যেতে হয়।

 

শাস্তি

ফার্স্টবেঞ্চার : তারা শাস্তি খায় না। বরং ক্লাসে যারা কথা বলে তাদের নামে শিক্ষকদের কাছে নালিশ জানায়।

 

ব্যাকবেঞ্চার : ক্লাসের অর্ধেক সময় তাদের কান ধরে বেঞ্চের ওপর, না হয় ক্লাসের বাইরে নীল-ডাউন হয়ে বসে থাকতে দেখা যায়।

সর্বশেষ খবর