শিরোনাম
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্থায়ী ও অস্থায়ীর মধ্যে পার্থক্য

স্থায়ী ও অস্থায়ীর মধ্যে পার্থক্য

কয়েক দিন আগে সাহেববাজার এলাকায় অটোরিকশায় উঠলাম। গন্তব্য রেলগেট। ঠিক এমন সময় এক মধ্যবয়স্ক ভদ্রলোক গাড়িতে উঠলেন। ভদ্রলোকেরও গন্তব্য রেলগেট। বলাবাহুল্য, অটোরিকশাকে কেউ দুই সিটওয়ালা রিকশা ভাববেন না। এটা মূলত ছয় সিটওয়ালা রিকশা। মানে ছয়জন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে। আমার দিকে তাকিয়ে ভদ্রলোক আমার পরিচয় জানতে চাইলেন। হঠাৎ প্রশ্ন করলেন, বলতো, বাসা ও বাড়ি শব্দ দুটোর মধ্যে পার্থক্য কী?

আমি প্রথমে বেশ ভ্যাবাচেকা খেলাম। পরে বললাম, দুটো শব্দ নিয়ে আমার বেশ কনফিউশন। আপনি পার্থক্যটা বলুন।

ভদ্রলাক বললেন, বাসা হচ্ছে অস্থায়ী, আর বাড়ি হচ্ছে স্থায়ী।

আমি মুচকি হেসে বললাম, কনফিউশনটা দূর হলো।

তিনি ফের প্রশ্ন করলেন, প্রেমিকা আর স্ত্রীর মধ্যে পার্থক্য কী?

আমি এবার বেশ বুদ্ধি খাটিয়ে উত্তর দিলাম, প্রেমিকা হচ্ছে অস্থায়ী, আর স্ত্রী হচ্ছে স্থায়ী।

তিনি মুচকি হেসে বললেন, তুমি একদম ঠিক বলেছ। তবে আমার ক্ষেত্রে ব্যতিক্রম।

আমি প্রশ্ন করলাম, সেটা কী রকম?

তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আমি এই পর্যন্ত তিনটা বিয়ে করেছি। তিনজনই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার প্রেমিকার সঙ্গে আমার রিলেশন চলছে দশ বছর ধরে!

কথাটা বলার পরই তিনি অটোরিকশাটাকে থামিয়ে নেমে পড়লেন। যতক্ষণ তিনি আমার দৃষ্টির বাইরে চলে না গেলেন, ততক্ষণ আমি তার দিকে তালিয়ে রইলাম!

লেখা : মুহাম্মাদ শরিফুজ্জামান

সর্বশেষ খবর