সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মানুষের চিন্তার বিবর্তন

সোহানুর রহমান অনন্ত

সাল ২০০০

প্রথম জন : ভাই একজন লোক পানিতে পড়ে গেছে!

দ্বিতীয় জন : এটা তো সাংঘাতিক ব্যাপার! ওইখানে একটা দড়ি আছে, চলেন দুজন মিলে তাকে উদ্ধার করি। মানুষ তো মানুষেরই জন্য। আজ সে বিপদে পড়ছে হয়তো এক দিন আমরাও পড়তে পারি।

সাল ২০০৫

প্রথম জন : ভাই একজন লোক পানিতে পড়ে গেছে!

দ্বিতীয় জন : পানিতে পড়ছে তো আমি কী করুম? ফায়ার সার্ভিসরে খবর দেন। শ্বশুরবাড়ি থেকে লোক আসছে। কিছুক্ষণের মধ্যে বাজার নিয়ে বাসায় না গেলে বউ আমারে পানিতে ফেলে দিব।

সাল ২০১০

প্রথম জন : ভাই একজন লোক পানিতে পড়ে গেছে!

দ্বিতীয় জন : পানিতে পড়ছে না ইচ্ছা করে লাফ দিছে আপনি কী করে জানলেন? এই আপনারাই তিল থেকে তাল বানান।

সাল ২০১৫

প্রথম জন : ভাই একজন লোক পানিতে পড়ে গেছে!

দ্বিতীয় জন : হাহাহা। ভালোই হইছে। আমিও গতকাল পড়ে গেছি। একটা ডুবও দিছিলাম বাসায় পানি ছিল না বলে। ব্যস, একবারে গোসল করা হয়ে গেছে। তিনিও হয়তো বাসায় পানি না পেয়ে গোসল করার জন্য লাফ দিছে। আগে খবর নেন।

সাল ২০১৮

প্রথম জন : ভাই একজন লোক পানিতে পড়ে গেছে!

দ্বিতীয় জন : হালার বেকুবে কয় কী? চলেন আগে ফেসবুক লাইভে যাই। তার অনুভূতি জানতে চাই। কয় লিটার পানি খাইছে, পানির স্বাদ কী, লাফ দেওয়ার সময় উল্টা না সোজা হয়ে লাফ দিছে! সঙ্গে একটা সেলফিও তুলে ফেলব। খাড়ান ইন্টারনেট চালু করতাছি। এইদিকে তো নেটের ভালো স্পিড পাওয়া যায় না, এই একটা সমস্যা। দেখা গেল নেট চালু করার আগেই কেউ এসে উদ্ধার করে ফেলছে, হাহাহা...।

সর্বশেষ খবর