সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বইয়ের চাপে ভবিষ্যতে শিশুরা যে বায়নাগুলো ধরতে পারে

বইয়ের চাপে ভবিষ্যতে শিশুরা যে বায়নাগুলো ধরতে পারে

বছর ঘুরতে না ঘুরতেই শিশুদের ঘাড়ে নতুন নতুন সব আজগুবি বই উঠছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অচিরেই শিশুরা এমন কিছু বায়না ধরতে পারে—

 

স্কুল ব্যাগের পরিবর্তে ঠেলাগাড়ির বায়না

সন্তান : বাবা আমাকে একটা ঠেলাগাড়ি কিনে দাও না!

বাবা : তুমিতো ছোট মানুষ বাবা ঠেলাগাড়ি দিয়ে কী করবে?

সন্তান : বাবা ঘাড়ে করে বই নিয়ে খুব কষ্ট হয় সব বই স্কুুলে নিতে পারি না। ব্যাগে ধরে না। তাই ঠেলাগাড়িতে রেখে স্কুলে নিয়ে যাব।

 

পড়ার টেবিলের জায়গায় বড় খাট

সন্তান : আম্মু! বাবাকে বল না আমার জন্য বড় একটা খাট কিনতে।

মা : বলিস কিরে! তুই ডাবল খাট দিয়ে কী করবি?

সন্তান : কী যে বল আম্মু বই খাতাতো ওই ছোট টেবিলে আর ধরছে না। একটা ডাবল খাট হলে ভালো হতো।

 

লেখা : এস আর শানু খান

মনোখালী, শালিখা, মাগুরা

সর্বশেষ খবর