সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কী করে বুঝবেন আপনি জোরসে নাক ডাকেন

ইন্দ্রজিৎ মণ্ডল

♦  আপনি নতুন বিয়ে করেছেন। বউকেও খুব ভালোবাসেন। কিন্তু সেই বউ যদি কোনো কারণ ছাড়াই ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না করে তখন বুঝে নেবেন আপনি নাক ডাকেন।

 

♦  আপনি মেসে থাকেন। কোনো এক অজানা কারণে আপনার কোনো রুমমেটই আপনার সঙ্গে স্থায়ী হয় না। তখন বুঝে নেবেন আপনি নাক ডাকেন।

 

♦  ধরুন আপনি একটা হলরুমে সবার সঙ্গে ঘুমিয়ে আছেন। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলেন আপনি ছাড়া বাকি সবাই না ঘুমিয়ে কানে হাত দিয়ে বসে আছে। তখন বুঝবেন আপনি নাক ডাকেন।

 

♦  বাসায় কোনো আত্মীয় এলে আপনার বাসায় রাতযাপন করতে চান না শুধু আপনার সঙ্গে রুম শেয়ার করে থাকতে হবে বলে। তখন বুঝবেন আপনি নাক ডাকেন।

সর্বশেষ খবর