শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বই পরিচিতি

বই পরিচিতি

হযরত শাহজালাল (রহ.) বাঙালি মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একটি নাম। তাকে নিয়ে হযরত 'শাহজালাল (রহ.)' বইটি লিখেছেন ড. মির শাহ আলম। চমৎকার, সুখপাঠ্য বইটি এ অঞ্চলে ইসলাম প্রচারের একটি প্রামাণিক দলিল। এতে তৎকালীন সমাজ ব্যবস্থা ও ইসলাম প্রচারের নানা তথ্য স্থান পেয়েছে। সিলেটে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে হযরত শাহজালাল (রহ.) কিভাবে স্থানীয় মানুষের মন জয় করেছিলেন সে কথাও উঠে এসেছে। স্থান পেয়েছে এ অঞ্চলে আসা তিনশ ষাট জন ইসলাম প্রচারকের নাম ও তৎকালীন আর্থ সামাজিক চিত্র। এমনকি হযরত শাহজালাল (রহ.) এর আগমনের পূর্বে যারা এ অঞ্চলে ইসলাম প্রচার করেছিল তাদের অবদানের কথাও বাদ পড়েনি। বইটি ইতিহাস অনুসন্ধিৎসু পাঠকের কাছে সমাদৃত হবে।

সূত্র : নাগরী, বারুতখানা, সিলেট। প্রচ্ছদ : তৌহিন হাসান। আগষ্ট ২০১৪। মূল্য : ১৪০ টাকা

 

 

সর্বশেষ খবর