শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

এ জনমে যত ঋণ

হাসান হাফিজ

এক সময় থেমে যেতে হয়

বিরতি মানেই মৃত্যু। অনিবার্যতার থাবা।

চিরল সংশয়। আহত অাঁধার।

চিন্তার কী ডানা আছে? যদি থাকে

পড়বে না কখনো বিপাকে

উড়ে যাবে, যাক তবে, উড়ুক ঘুরুক

যে রমণী দাগা দিল

তার মনও একই সঙ্গে পুড়ুক পুড়ুক।

পুড়তে পুড়তে হয়তো কোনোদিন

শোধ হবে এই জন্ম, পতনের সমুদয় ঋণ

ঋণ কী কখনো শোধ হয়

হয় না বলেই সুপ্ত থেকে যায় অতীন্দ্রিয় ভয়,

আমি চিনি ভয়ের ঠিকানা

সহজে সে ছিঁড়তে পারে আপন সীমানা

এসো ভয়, এসো করো জয়

অপেক্ষায় রয়েছি কোন্ কবে থেকে

যখনই সঙ্গতি পাবে যখনই সময় হবে,

চলে এসো, চলে এসো কাছে,

ওই তো চাঁদের মূর্তি, যেখানে মৃত্যুর ঘন

অচঞ্চল সুকঠিন ছায়া পড়িয়াছে।

সর্বশেষ খবর