শিরোনাম
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নম্র কষ্ট জল

রাহমান ওয়াহিদ

নষ্ট ইচ্ছের ভেতরেই ডুবে থাকে মায়াবী রোদ

জানে সে খবর রোদের আকাশ, তৃষ্ণার মেঘ।

মেঘের শরীর চুয়ে নামে যে সমুদ্র জল

তাতেই নিশ্চিন্তে অবগাহন সেরে নেয়া যায়

নিরঙ্কুশ শুদ্ধতার। অথচ সাঁতারু মন সন্তরণ ভুলে

অশুদ্ধ সমুদ্রের কাছেই পবিত্রতা চেয়ে নিমগ্ন হয়।

অভিজ্ঞ সমুদ্রও তাতে ধ্যানী ঋষির মতো বলে ওঠে;

বিশুদ্ধ সত্তার নামে অনর্থক ঝেড়ে ফেলা কেন

নগ্ন অস্বস্তি, মনস্তাপ-থাক না জীবন জীবনেরই মতো

কাশফুল নম্র, নষ্ট কষ্ট জলসহ নিত্য বহমান।

সর্বশেষ খবর