শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দিলকুশা

বদরুল হায়দার

মনের জানালা খুলে নির্ভুল সম্পর্কটুকু কেড়ে নিলে।

মতিঝিলে সূচকের দর পতনের তহবিলে তুমি

দিলের দরিয়া ঢালো। আমি শেয়ার বাজারে

বেঁচে থাকার আলো জ্বেলে হই এলোমেলো।

ঘুম তাড়নায় জেগে ওঠে আনন্দের ঢেউমালা। আমি

প্রেমের অবাধ্য তালা খুলে আদি ও আসল ষোলকলা।

গৌরবের উৎকণ্ঠায় নিশ্চিত ফলাফল চলে

কামনা রহিত। আমি পালবাহিত সুখের জলে ভেসে

মহা সর্বনাশা দৃশ্যাবলীর আকাশে ফোটাই বসন্ত।

ভালোবাসার আষাঢ়ে আবেগের কাছে শতবার

পরাজিত হয়েছি গোপনে। তুমি হৃৎপিণ্ডে

সুগন্ধি মাখানো তীর মেখে সন্ধিকরো নিবন্ধিত মনে।

দিলকুশা তুমি ব্যবসার আশেপাশে নগদ হিসাবে

সোনালি দিনের স্বপ্ন দেখো।

সর্বশেষ খবর