শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পিছুটানে স্মৃতির নক্ষত্র

খোশনূর

ভুলে থাকাগুলো কোন রাতে?

কোনদিন? কখন। তাই এবার মনে করছি, আসলেই তো ভুলে যাওয়া হয়নি ভুলেও। স্মৃতির নক্ষত্র পিছুটানে আমিও সুখ দুঃখে পদার্পণ করি অন্য সূর্যোদয়ে অন্য সূর্যাস্তে, চুরমার হলো স্বপ্ন! হলো অঙ্গার প্রত্যাশার উদ্যান আমৃত্যু তাই অলৌকিক সুখ খুঁজি, পবিত্র প্রহরে; ফুরিয়েছে সবি তা মানি কি করে আগ্রহ এতোটুকু যে কমেনি বেঁচে থাকার। কষ্টের উদ্ধত স্পর্শে প্রকম্পিত হয় ইচ্ছের কলি ফুর, দাসত্ব মানি না যন্ত্রণা বঞ্চনা দিন তার। আবেগ অসংক্ষিপ্ত উদ্ভাসিত সম্মুখ মক্তাতা প্রেমের নিঃশব্দের কবিতা কথা বলে যুগ থেকে যুগে উধাও হয় না শতাব্দীর পর শতাব্দী চাওয়া-পাওয়া না পাওয়ার ছোট বড় স্মৃতি।

কারও ভীরু সত্তাকে সাহস দেওয়ার দুঃসাহসী সখ্যতা করব না, বিপদ তুচ্ছ করে অপবাদ অগ্রাহ্য করে শূন্যতা থেকে সম্পূর্ণ হওয়ার ইচ্ছা রাখি অক্ষুণ্ন। পাথর কথা বলে না মাটি কথা বলবে ঐ আকাশের সাথে। আমি অপেক্ষায় আছি সেই কথা শোনার জন্য।

সর্বশেষ খবর