শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কবিতাসন্ধ্যায়

মারুফ রায়হান

মধুচন্দ্রিমার মতো বড় হ্রস্ব এই হেমন্ত বিকেল

সেই কথাটার মতো- 'মাধবী এসেই বলে যাই'

আর মাধবীরা চলে গেলে ধীমান ধীবরও

বেকার থাকেন বসে স্বপ্নজাল গুটিয়ে নির্ঘাৎ

একথা জেনেই বিষাদ-বান্ধব হলো গোধূলি-আকাশ

অথচ কবিতামঞ্চে কবি এসে দাঁড়াতেই অকস্মাৎ

সন্ধ্যার সহাস্য সম্বোধনে প্রীতিময় সড়ক-চত্বর

কবিমনে সান্ধ্য অনুভূতি সেতার বাজায় নিরালায়

সন্ধ্যাও কবিকে দেখে নির্লজ্জ দুচোখ তুলে অপলক

কবি ও সন্ধ্যার এই আশ্চর্য যুগলবন্দি করে উপভোগ

ক'টি শূন্য নির্জন চেয়ার, দূরবর্তী যুবতী জারুল

একদিকে কবির হার্দিক উচ্চারণ, অন্যদিকে

সন্ধ্যার নিজস্ব সুর মিলেমিশে অপার্থিব চারপাশ

কবিতাসন্ধ্যার চাওয়া : প্রেমিকেরা নির্বিঘ্ন থাকুক,

হিমাগারে রুদ্ধ নগরীর ফুসফুসে জাগুক উষ্ণতা

সর্বশেষ খবর