শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিজয় দিবসে পতাকার গান

নির্মলেন্দু গুণ

আকাশের সূর্যটা পতাকায়-,

নাকি পতাকার সূর্যটা আকাশে

বুঝি না, বুঝি না, বুঝি না হায়।

দাওনা দাওনা কেউ বুঝিয়ে আমায়।

বাংলাদেশের এই পতাকার

সূর্যটা এতো লাল হলো কী করে?

লাখো প্রাণ করি দান,

বক্ষের তাজা খুন

কারা ঢেলে দিয়ে গেলো

বিজয়ের বৃক্ষশিকড়ে?

দাওনা দাওনা কেউ বুঝিয়ে আমায়।

আমার পিতার, আমার মায়ের,

আমার বোনের, আমার ভায়ের

জীবনের বিনিময়ে

লালসবুজের এই রক্তপতাকা

হয়েছে আমার পাওনা।

একটা পতাকা আমারে দাও না।

কী আছে আর দেশমাতৃকার

গৌরববাহী এই পতাকার ন্যায়?

দাওনা দাওনা কেউ বুঝিয়ে আমায়।

কামরাঙ্গীর চর : ১৬ ডিসেম্বর ২০১৪

সর্বশেষ খবর