শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফিলিস্তিনের দুঃখের দিনে

ইকবাল আজিজ

হাত জোড় করে বেলা কেটে যায় ফিলিস্তিনে

মানুষের কাছে মানুষের বেশে দুঃখের দিনে।

রুদ্ধ দেশের জমিতে এখন ফসলের দেখা নেই;

মানুষ মারছে মানুষ মরছে অদ্ভুত লীলাখেলা

অবিচার আর অন্যায় দেখে কেটে যায় সারাবেলা।

গাজায় এখন নারী শিশুদের মৃত্যুর মওসুম

গুলি ও বোমায় ঝরে যায় প্রাণ জীবনের মহাঘুম।

হাত জোড় করে বেলা কেটে যায় ফিলিস্তিনে-

সীমান্ত থেকে কামানের গোলা গায়ে এসে লাগে;

অসহায় শিশু কেঁদে কেঁদে শুধু পরান ভিক্ষা মাগে।

হাত দিয়ে আমি ছুঁয়ে দেখি প্রাণ ছুঁয়ে দেখি আলো-

দেখি নেই আলো, চারদিকে শুধু অাঁধারের কালো।

এই কালো দেশে, হজরত মূসা, বাঁচবো কীভাবে?

খুনি ফেরাউন যেন আজ হাসে খুনিদের সাথে;

বেথেলহামের পথে কাঁদে যীশু শূন্য হাতে।

কে আসবে আজ বাঁচাতে মানুষ ফিলিস্তিনে?

নাকি রাত ভোর হবেই আবার বিপন্ন দিনে।

মানুষ দাঁড়াবে মানুষের পাশে জীবনের ঋণে

হাত জোড় করে বেলা কেটে যায় ফিলিস্তিনে।

সর্বশেষ খবর