শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

জাতিস্মর

শেখ আতাউর রহমান

তবে কি সুখ বলে পৃথিবীতে কিছু নেই?

সব সুখ শেষে বিলীন হয়েছে অ-সুখেই?

মাঝরাতে ভাঙে ঘুম পিপাসায়-পাশে নারী-আমারি-

শুধু কি নারী? পদ্মগন্ধা নারী। তবুও আত্দনাশী আহাজারি

বুকের মধ্যে করে অবিরল তোলপাড়! অতঃপর বারংবার

'লস্ট ইন দ্য শাহারা'র জনওয়েনের মতো ঘুমন্ত সোফিয়ালরেনের

বাদামি স্তনবোঁটায় ঠোঁট চেপে ধরি-হ্যাঁগো সুখ খুঁজে মরি!

আমি যেন এক ক্ষুধাতুর পিপীলিকাভুক

না- নেই সুখ- মেটে না তো দুখ- খাঁ খাঁ করে বুক!

তখন সিজোফ্রেনিয়াকের মতো সারাঘর দাপাদাপি করি

এবং এভাবে ক্রমশ ছিন্ন হই আমার সকল মানবীয় সম্পদ থেকে-

সকল সুখ অ-সুখের কাছে সুবন্দী রেখে।

এবার বলো, আমার এ অ-সুখী ৪৬ জিন এসেছিলো

কোন্ কোন্ হোমোসোপিয়ান থেকে? বল, বল, বল তারা কে?

কাহারপাড়ায় তারা কি সুখ খুঁজেছিল রাত জেগে জেগে?

তালরস নারী নৃত্য বেতমিজ সং সেজে সেজে?

এখন আবার এসেছে ফিরে জন্মান্তরে সেই মাতালমত্তরাত

আমার সত্তাই করে আমার বুকে প্রেমহীন নিষ্ঠুর করাঘাত!

তবে কি আমি সবার থেকে অন্যরকম? পৃথক আমার পথরেখা?

হায়, আমি একা! বড় একা! 'অ্যালোন ইন দা অ্যান্টার্কটিকা!'

সর্বশেষ খবর