Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৩ জুন, ২০১৬ ০০:১২
শ্রীমতি সুলেখা দত্ত
আলমগীর রেজা চৌধুরী

ট্রেনেই দেখা

রবিঠাকুরের নায়িকাদের মতো সাদাসিধে নয়।

ফ্যাকাসে মুখের সঙ্গে কিছু মিলেনি,

শুধু হ্যান্ডব্যাগের নামফলক ছাড়া।

শ্রীমতি সুলেখা দত্ত

যে কলেজ থিয়েটারে চিত্রাঙ্গদা সেজেছিল

আমি তাকে চিনতেই পারিনি।

ট্রেনের কামরায় স্টুপিডের মতো হাসছিল

অকারণ বালখিল্য চপল স্বভাব—

তারপর তাকে লাবণ্যের সঙ্গে মিলিয়ে

ট্রেন থেকে নেমে যাই।
up-arrow