শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

দীপ্র সেই একাত্তর

হাসান হাফিজ

সোঁদা মাটি ভিজে আছে

         চিরদিনই ভেজা থেকে যাবে

রক্তঋণ এই প্রিয় মাটি

             ধারণ করেছে প্রাণ

এই নদী ফুল পাখি তৃণ

                   কৃতজ্ঞ মানুষ—

শহীদের আত্মা ও আবেগ

                  লালন করতে চায়

                  চেতনায়,অস্তিত্বের

                           অণু পরমাণু

সেই ত্যাগ সেই যুদ্ধ

সেই দীপ্র একাত্তর

               বহমান শোণিতের

                      সগর্ব ধারায়

গ্রহণ করেছে সত্যে,

                        অনাগত কালও

এ দুর্জয় প্রেরণায়

              নিশ্চিত গর্বিত হবে,

              অনায়ত্ত থাকবে না   

                        শান্তি স্বস্তি প্রগতি কল্যাণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর