শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

অমিতের দেশে

সাখাওয়াত টিপু

শহরে কাকই একমাত্র পাখি, হায়!

আর খাকি ইট যেন বাসা!

যদি তাই হয় মানুষের চোখে

পাখিরা কোথায় থাকে, গোছায় আখের!

হয়ত বিদেশে, অপরের দেশে

হয়ত যেইখানে অমিতের দেশ নাই

দেশের বাইরে অন্য কোন গাঁয়

যেখানে মানুষ নাই, পশু আছে ঢের!

 

শহরের কাকগুলা আসলে ভোদাই

বর্জ্য খায়, আচমকা পিলে চমকায় 

রাত হলে ধর্ম বদলায়, সাদা হয়ে যায়।

অমিত কি জাগবে না ঘুমানোর বেগে

চোখগুলো চাঁদ হয়ে ডুবে যায় মেঘে

আমরা অথর্ব দর্শক, আছে দার্শনিক হাহুতাশ 

রাতে ভেসে আসে নৃত্যপর অমিতের লাশ।

 

আসলেই মানুষ এখানে বোবা, এলোকেশি

অমিত কেবল ছিল শহরের প্রতিবেশি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর