শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

বিদায়

সাযযাদ কাদির

দু’-একজন এসেছিল ঘাটের কাছে।

তখন ফিনফিনে বৃষ্টি।

একজন বলে, না, নামবে না। ধরে যাবে একটু পরেই।

অন্যরা মাথা নাড়ে, আশ্বাস দেয়।

তবু এক হাতে ব্যাগ সামলে

            অন্য হাতে মেলে ধরি ছাতা।

তখন পুবালি হাওয়া। মেঘ উড়ে আসে।

খোলা আকাশে তাকাই, কিন্তু ভরসা কোথায়?

তবুও ঘাট থেকে এগোই একটা নড়বড়ে সিঁড়ি ধরে

পা বাড়িয়ে গলুইয়ের কাছে পাটাতনে পা রাখতেই

            বুকের কাছে না কোথায় বাজ ডেকে ওঠে ক্বড়-ক্বড়-ক্বড়াৎ...

ছাতা ভেঙে ঝুম বৃষ্টি নামে

            আকাশ অন্ধকার করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর