শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ভালোবাসার অসুখ

মাসুদ পথিক

আজ, আমার খুব অসুখ, আর কিছু, আমার কোমল কিছু জ্বর

তুমি চুপিচুপি, তুমি স্নানের ঘরে, আসো যাও, নেশায় গুরুতর...

 

আমি, কোথাও পারি না যেতে

তোমার কাছে, কেবল তোমার কাছে, আছি হাত পেতে...

 

আমার ভীষণ জ্বর, ভাঙছে দেহের স্বর

কলের ঘরে ঝরছে জল, সে বোঝে-না আপন পর...

 

তবুও বুঝি, শূন্যে কারে খুঁজি, অসুখ হলেই এমন হয় বুঝি?

গরম হয় জলের ধারা, ঘেমে নেয়ে আত্মহারা, সুখের দুচোখ বুজি!...

 

জ্বর, ও তো খুব দুষ্ট, দুরন্ত এক প্রহর

জলপট্টি চেপে, তুমি যাও না ভালোবেসে, ভালোবাসার জন্যই বেঁধেছি এই ঘর;...

 

গলির কাছেই, আজও, জলের লাজুক কোলাহল

চোখের ভিতর ধুলোর নাচে, খেলছে সুজন, খেলে দুটি ভালোবাসার দল...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর