Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৪২
স্পর্শ
শারদুল সজল

দূরের যেমন কিছু কথা আছে

কাছেরও তেমনি

 

কাছে থাকলেই কাছে থাকে না সব!

দূরে গিয়েও কি দূরত্ব গিয়েছে দূরে?

 

আছড়ে কী পড়েনি হৃদয়ের ব্যাকুলতা

 

কাছে থাকাকেই স্পর্শ বলে না

স্পর্শ সবার ভেতরেও

থাকে না

 

স্পর্শ অন্যরকম!

বাতাসকে যেমন ধরতে পারো না।

এই পাতার আরো খবর
up-arrow