শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কাঁপা হাতের চিঠি

মোশাররফ হোসেন ভূঞা

এখনও তার কাঁপা হাতের চিঠি আসে নীল খামে

ভাঙা—বেহালার মরচে ধরা তারে বেদনার রাগ

কষ্টের হলেও একাকিত্ব থাকে না আঁধারের গল্পের মতো।

 

যে আমার কেউ নয়, অথচ জোনাকীর আলো জ্বেলে

নিরন্তর খসে যাওয়া উল্কাপিণ্ডের গল্প শোনাতে চায়

অনিচ্ছায় হলেও গল্প শুনতে জানালায় কান পেতে রাখি।

 

মনে হয় ভালোবাসা নয় শুধুই সোনালি সকাল

গোধূলীর আড়ালে পড়ন্ত সূর্যালোকের সংগীত

যন্ত্রণার মহাসাগর হলেও শুনতে ভালোলাগে।

 

গোধূলীর গল্পগুলো নীল খামে আসা চিঠির  মতো

সুমধুর বেদনা জাগিয়ে একাকীত্বের পাশে দাঁড়ায়

যেনো রাত জেগে কষ্টকে ভালোবাসতে পারি।

 

একান্ত অনিচ্ছার ভান করে নিষ্পলক চেয়ে থাকি

কখন উড়ে আসবে নীল খামে কাঁপা হাতের চিঠি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর