শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জীবনানন্দের ক্লান্তি

কাজল বন্দ্যোপাধ্যায়

বোধ ক্লান্ত যায় পশ্চাতে,

কবিত্বে, অতীতে, শ্রাবস্তীতে।

বিক্ষত হৃদয়ে তার দেখো

সময়-পুলটিশ বাঁধা,

প্রজ্জ্বলন্ত চোখজুড়ে কালের সুদূরে ঘষা—স্নিগ্ধ প্রলেপ।

বাকি প্রাণ ও ঘাস তার,

আরো বেশি ঘাস হতে চায়,

স্থির শান্ত যা, হাঁসের হলুদ পা, প্রাণ কলমীর দাম,

মুথা ঘাস হতে চায়, শান্তি রই বটফল-রঙ।

আজন্ম ক্লান্তির কাছে,

অবিরাম অবসাদ ঘেষে

এই সব রূপই নেয় বুঝি

ক্লান্ত মানুষের সুখ,

মানুষের এই সবই জন্ম হোক চায়।

শান্তি চেয়ে খড় ও প্রতিকার,

লাশ-কাটা ঘরও, মৃত্যু ও আশ্রয়, হিমালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর