শিরোনাম
শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শাসনের নির্মিত ছায়া

ফকির ইলিয়াস

নদীরা উত্তর মেরুতে রেখে যাচ্ছে নিজস্ব জলশিল্প।

দক্ষিণ মেরুতে—

প্রদর্শনীর চিন্তা বাদ দিয়ে নিজের ঘরেই

লুকিয়ে থাকছে বর্ষাকাল। ঢেউহীন-দ্যুতিহীন

গীতিনাট্যগুলোকে পাহারা দিচ্ছে শ্রাবন্তী সন্ধ্যা।

 

মানুষের আনন্দযাত্রায় ঢুকে পড়ছে অস্ত্রবাহী ট্রাক।

যে ‘শাদা’-শান্তির রঙ ছিল এক কালে,

তা হয়ে উঠছে রক্তাক্ত।

মানুষ খুন হচ্ছে,

পাতা খুন হচ্ছে

পতঙ্গ খুন হচ্ছে

একটি দানবীয় ভিড়ের ভেতর হারিয়ে যাচ্ছে

         পৃথিবীর তাবৎ মানবতা।

 

শাসনের ছায়া নির্মাণ করে নদীতেই ভেসে উঠছে

রক্তাক্ত মুখের আদল। ভয় পাচ্ছে শিশুরা,

বিলে-রক্তপদ্ম দেখে ভয় পাচ্ছে চাঁদ। রাতের

শিউলিডানায়, নিজের মুখ দেখতো যে প্রেমিকা

সে-ও হারিয়ে ফেলছে তার প্রেমিকের দেয়া

   আলোকিত প্রথম মোমবাতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর