Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৪

হাবীবুল্লাহ সিরাজী

ঠ

ঠোক্কর মাইরা কালসাপেতে চক্কর দিলে গাঁও

ভাদাইম্যা ছাওয়ালের আল্লা কি হইল এ ভাও

আড়াই প্যাঁচে বাইন্ধ্যা ডোর বাইদ্যানী বুলাও

লাল মোরগের কল্লা কাইট্যা খুনেতে মাখাও।

 

ঠ্যেকোতে আটকাইয়া গ্যালে আবালের গলা

বিয়ানের রইদ ধইরা না মাতে তিরফলা

ঠগী যায় লো কামরূপ ছিরি বেন্দাবন

বইয়ামে নুনের লগে মাতে হংসের মন।

 

ঠাট্টা একখান ভাদাইম্যার গাট্টা আবালে

এরই মইধ্যে ঢুঁ পড়ে ঠ-এর ঠাণ্ডা মালে

ঠাটবাট ঝইরা যখন জাগব কাউলা হাড়

পশম তোলা বিলাইয়েরও লাগে মাঘী জাড়।


আপনার মন্তব্য