Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৫
দীর্ঘশ্বাস
হেনরী স্বপন

কালোজিরা গন্ধে ভুলে যাবে উরুসন্ধি সুখ

মেয়েলি মুখের অগ্নি—শিখায় উজ্জ্বল...

প্রার্থনার আলোগুলো সর্বত্র ছড়ালে,

ক্লান্তঝড়ে ভেঙে পড়া বাতাস লুটায় দেহের প্রশাখা খুলে।

সুঠাম আকুতি— ছোঁয়ালে অবাধ্য চুম্বনের

লাভা যেনো দগ্ধটানে গলে পরে...

মাটির চিৎকারে হিম জেগে ওঠে ফাটলের মুখে।

 

কবরের সারি সারি দুর্গম কার্নিসে কাকের বাসায় তা দিয়েছো ঢেকে;

দীর্ঘশ্বাস ফেলে আঁতকে উঠবে বলে।

up-arrow