শিরোনাম
শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুধভাত

সুজন হাজারী

মায়ের মমতা মাখা হাতে দুধভাত ফিরে আয়

শিশির সিক্ত ভোরে সূর্যোদয় উঠানে দাঁড়িয়ে

সবজি মাচানতলে লুকানো খোঁয়ার ছাড়া

হাঁসছানা তই তই ডাকে মা

দুধভাত হাতে নিয়ে বলে আয় ফিরে আয়!

মন্বন্তরে জননীর কপালের ভাঁজ

                       রুলটানা কলঙ্কের দাগ।

 

ভুখা সন্তানের মুখের আগে উনুনের হাঁড়িতে

বলকে উথলানো সাদা ভাত একটু লবণ

কাঁচা লঙ্কা মোটা কাপড় বারোমাসী

দুখের গৃহবাসী ফুল্লরার বিদ্যমান প্রতিচ্ছবি

খানসেনার বুট পায়ে দলিত লাশ

বেয়োনেট খচিত মা’র বুকে ক্ষত

রক্তের লোহিত সাগর দিব্য প্রবাহিত

পরাজিত হায়েনার হানাহানি ধ্বংসলীলা

অনর্থক তাণ্ডবে লাভ কী?

 

মায়ের অপূর্ণ প্রত্যাশা

মোর সন্তান যেন থাকে দুধেভাতে

শবরীর দুগ্ধপোষ্য গৃহে ফিরে এসো

হাতে হাতে বিজয়ের পতাকা উড়িয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর