শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পোড়াবাতাসে আমিও

মাসুদ হাসান

পোড়াবাতাসে আমিও

বস্তুত পোড়া বাতাসে আমিও ঘ্রাণ নেই, আগুনের নাকি জলের। সে পুড়তে পুড়তে ভাবালুতা শেখায়। বাইনোকুলারে অর্ডার দেয়— প্রসারিত কর তোমার ওষ্ঠধার। হাসো ক্ষুধা ও চুম্বনে— দেখবে উৎসবে যাওয়া জ্যোত্স্নার আলো জোনাকির ঔরসে নিভে নিভে জ্বলে।

 

রক্তপাত ভুলে যাই। যৌনতার হাতছানি কুয়াশায় লীন। একি চুম্বন নাকি ওষ্ঠঝরা নির্বিষ প্রেম। তোমাকেও ডাকে, দীর্ঘ পথে উন্মাদ হাওয়ায়। পোড়াবাতাসে জলসিঞ্চনের অজুহাতে আমি ঘোমটায় ঢাকা তোমার মুখটি দেখব। কোন বাড়ির মেয়ে গো তুমি— সরকার বাড়ি, এজিবি কলোনি না আমতলার?

 

আকাশ, তোমার পোড়াবুক বাতাসে ভরে দিলে। আগুনে অক্সিজেন শেষ হলে কীট পতঙ্গের দৌড়-ঝাঁপ মনে করিয়ে দেয়— শৈশবে খেলার মাঠ কিংবা পানিতে ডুব সাঁতার। আমিও হারিয়ে যাই চোখ বাঁধা দাঁড়িয়াবান্দায়। তুমি খুলে দিলের মায়ার বাঁধন। সেই থেকে আমি পোড়াবাতাসে হৃদয় ঢাকি— মায়ার বাঁধন মায়ায় ঢেকে দিও, একাকী, নির্জনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর