শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চতুর্ভুজ

শারদুল সজল

‘ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি’

শরীরে রক্তে

তারকাটাগুলো তীরের গতিতে বিঁধে আছে

ক্রুশবিদ্ধ যিশুর খোঁজে

নির্জন অভিমানে

কাঠঠোঁকরার ঠোঁট দেখি

আমার বুকে

ফেরারি বেদনার আশ্রয়ে

 

ছলনা শিখিনি বলে কিছুই শিখিনি

পণ্য-সময়ের কাছে

মানুষের চরিত্র বলে আর কি কিছু আছে!

 

একহাত গলায়, একহাত পায়ে

ধরতে ভুলে না যখন যেটা লাগে!

 

চতুর্ভুজে

মিথ্যের মিত্ররা জেগে আছে

অণ্ডকোষের মারেবল গলিয়ে

এই নপুংসক সময়ে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর