শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাজঘর

মঈনুস সুলতান

আরমেনিয়ান চার্চের ভেতরবাগে গলিঘুঁজি

তালাশে— ইয়ামুনা বুথখুজি ,

নাম শুনে ঘাবড়ে যাইনি ঠোঁটে

উন্নাসিকতা উসকে ছিল রংভরা ঠোঁটে;

প্রসিদ্ধ সে ব্যালে নাচে

কয়লাও নাকি কাচ হয় তার নান্দনিক আঁচে...

 

আসি সাজঘরে—

কান্নাভেজা পাণ্ডুলিপির পাশে প্রসাধন থরে বিথরে,

অজানতে মন বলে—দৃষ্টিনন্দন হে শাবাশ

পালকের কাঁচুলি পরে সোয়ান লেকের রাজহাঁস,

ক্ষীণমধ্যা নয় সে—পাপড়িতে বোনা পেনসিল থিন

কাচের ক্রিসেনথিমামে প্রজাপতির ছায়া হয় বিলীন

কলা চন্দনের শিনজনে তার নামডাক খুব, তাজ্জুব!

 

শিস দিয়ে ঈষৎ দুলে শুনে সে মোহাম্মদ রফি

গ্রীবার গাংচিল উড়ে আরশিতে

আমি পান করি তিতকুটে টার্কিশ কফি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর