শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঘুমকে এবার ঘুমিয়ে দেব

রাহমান ওয়াহিদ

খুব মনে হয়, রাত ভেজা এই ভোরের বিমল কান্তিতে

মেলে দেব সব নিঃশ্বাসটুকু শেষ বিকেলের শ্রান্তিতে।

 

চায়ের ধুলোটে ধোঁয়ায় ধোঁয়াশায় সেইটুকুও যায় ঘিরে

দরোজায় দেখি মেঘ আগন্তুক-জল সুখটুকুও খায় ছিঁড়ে।

 

খুব মনে হয়, ঘুমকে এবার ঘুমিয়ে দেব ভিন ভুলোকে

যেন না জাগে কষ্ট দুপুর, হৃদ কন্যার সুখ পুলকে।

 

পোড়ে মন্দিরে পুজোর পসারি, পোড়ে ধর্মের শাশ্বত পাঠ

তবু মনে হয়, বৈরী সময় খুলে দেবে ফের শূর কপাট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর