শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাই

মাকিদ হায়দার

তিনি না এলেও আমাকেই যেতে হলো।

 

যেতে যেতে জানালেন, জানা কথাগুলি

শুনতে শুনতে ঘাটে এসে দেখি

নদী নাই।

মাঝি আছে।

 

কিছু একটা বলতে গিয়ে মনে হলো

যাকে তাকে না বলাই ভালো।

 

যার সাথে নদী দেখতে গিয়েছিলেম

দেখি তিনি নাই।

 

সেই থেকে চারদিকে

নাই আর নাই।

 

অথচ ছিলো জুলেখা, ছিলো নদী সেই সাথে তুমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর